টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন এর নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভাল আছ ।আমি আজ আপনাদের সামনে খুবই দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য বাংলাদেশ সরকারের একমাত্র মোবাইল অপারেটর টেলিটক বর্ণমালা নামক একটি প্যাকেজ চালু করেছে। এটি শুধুমাত্র উচ্চমাধ্যমিক, অনার্স এবং মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। শিক্ষার্থীরা ব্যতীত কোন সাধারন জনগন টেলিটকের এ প্যাকেজ এর সিম ক্রয় করতে পারবে না। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা ঘরে বসেই বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করবেন। যেহেতু এই প্যাকেজটি টেলিটক শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করেছে সেজন্য এই প্যাকেজে রয়েছে কিছু ধামাকা অফার। রয়েছে আরও বিশেষ কিছু সুযোগ-সুবিধা। টেলিটকের বর্ণমালা প্যাকেজের যে কোন সিমের মাধ্যমে আপনি দেশের যেকোনো মোবাইল ফোন অপারেটর নম্বরে কথা বলতে পারবেন মাত্র 30 পয়সা মিনিটে। টেলিটক ব্যতীত দেশের কোনো অপারেটর আপনাকে এত কম রেটে কথা বলার সুযোগ প্রদান করবে না। আরেক একটি বর্ণমালা সিম নিতে আপনার খরচ হবে মাত্র 100 টাকা। সরকারি যেকোনো সুযোগ-সুবিধায় টেলিটক অপারেটর সর্বাগ্রে থাকে। পরীক্ষার রেজাল্ট সর্বপ্রথম টেলিটক সিম গুলোতে প্রদান করা হয়। ফলে আপনি টেলিটক সিমের মাধ্যমে দ্রুত আপনার যেকোনো পরীক্ষার রেজাল্ট নিতে পারেন।
টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন এর নিয়ম, বর্ণমালা সিম, টেলিটক সিম, ফ্রি বর্ণমালা সিম, টেলিটক সেরা অফার, teletalk registration, bornomala registratio
টেলিটক বর্ণমালা সিম

বর্নমালা সিম রেজিষ্ট্রেশনঃ

বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন একদম সিম্পল। আপনি চাইলে দুই মিনিটের মধ্যে রেজিস্টেশন করে ফেলতে পারেন। বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে। যদি আপনার কোন টেলিটক সিম না থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা অন্য কারো সিমের মাধ্যমে 2 মিনিটে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। টেলিটক সিম ব্যতীত অন্য কোন সিম দিয়ে আপনি বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারবেন না। তাই সর্বপ্রথম আপনাকে একটি টেলিটক প্রিপেইড সিম সংগ্রহ করতে হবে। আপনার বন্ধু বান্ধবীদের কাছে টেলিটক প্রিপেইড সিম পেয়ে যাবেন। টেলিটক প্রিপেইড সিম থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ 

BORBoard(First 3 letters)RollSSC Passing YearMobile No 

এরপর ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন। এরপরে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন। এসএমএস আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি বর্ণমালা সিম পাবেন কিনা। এ ক্ষেত্রে সবাই এই সিমটা পেয়ে থাকে এতে কোনো সমস্যা হয় না। আপনার কাছে যদি কংগ্রাচুলেশন মেসেজ আসে তাহলে আপনি আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে কংগ্রাচুলেশন এসএমএসটি দেখিয়ে একটি বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করে নিয়ে নিন। সিম রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছ থেকে 100 টাকা নেয়া হবে। সিম ক্রয়ের পর আপনি যদি প্রথমে 100 টাকা রিচার্জ করেন তাহলে আপনি 100 টাকার সাথে পেয়ে যাবেন 100 মিনিট, 5 জিবি ইন্টারনেট এবং 100 এসএমএস। এই মিনিট, ইন্টারনেট এবং এসএমএস এর মেয়াদ থাকবে 30 দিনে। 30 দিনের মধ্যে যেকোনো অপারেটরে 100 মিনিট কথা বলতে পারবেন। এভাবে আপনি অতি সহজে 2 মিনিটে রেজিস্ট্রেশন করে একটি বর্ণমালা সিম ক্রয় করতে পারেন।

বর্ণমালা সিমের সুবিধা সমূহঃ

সরকারি অপারেটর হিসেবে টেলিটক বরাবর ভালো সেবা প্রদান করে থাকে। কিন্তু টেলিটক বর্ণমালা প্যাকেজে  শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কিছু ভালো ভালো অফার রেখেছে। যেগুলো শুনলে আমি চমকে উঠবেন।
 কয়েকটি বড় বড় অফার। প্রতিবার 30 টাকা রিচার্জে 30 মিনিট 30 এসএমএস এবং 50 এমবি করে পাবেন। এই 30 মিনিট আপনি শুধু টেলিটক-টেলিটক কথা বলতে পারবেন। এই 30 মিনিট দিয়ে আপনি টেলিটক ব্যতীত অন্য কোন অপারেটরে কথা বলতে পারবেন না। আপনি যদি আপনার নম্বরটি দিয়ে মাই টেলিটক অ্যাপে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি আপনার সকল অফার দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি অ্যাপের লিঙ্ক  দেওয়া হল।

টেলিটক সিমের প্রয়োজনীয় কিছু কোডঃ

ব্যালেন্স চেক (*১৫২#)
মিনিট চেক (*১৫২#)
এসএমএস চেক (*১৫২#)
এমএমএস চেক (*১৫২#)
ইন্টারনেট চেক (*১৫২#)
নম্বর চেক (*৫৫২#)
২৫ টাকা ১ জিবি ইন্টারনেট (*১১১*৬০০#)

 পোস্টটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।