ঘরে বসে টেলিটকে বিদ্যুৎ বিল প্রদান করুন

প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আজ আমি আপনাদের সামনে ইলেকট্রিসিটি বিল প্রদান নিয়ে আলোচনা করব। ইলেকট্রিসিটি বিল প্রদান করতে গিয়ে আমরা অনেকে অনেক রকম ঝামেলায় পড়ে যাই। ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের জানাব কিভাবে বাড়িতে বসে আপনার বিদ্যুৎ বিল জমা দিতে পারেন। বর্তমানে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য অনেক অনলাইন প্লাটফর্ম  তৈরি হয়েছে। এখন আমরা ঘরে বসে বিকাশ, রকেট এর মাধ্যমে সহজে বিদ্যুৎ বিল প্রদান করতে পারি। কিন্তু এতে আমাদেরকে কিছু চার্জ দিতে হয়। আমি আপনাদের চার্জ বিহীন বিদ্যুৎ বিল প্রদানের সিস্টার জানাবো। চার্জবিহীন বিদ্যুৎ বিল প্রদান করার জন্য আমাদেরকে একটি টেলিটক সিম ক্রয় করতে হবে আর যদি পূর্বে থেকে কোন টেলিটক সিম থাকে তাহলে সে সিমের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করা যাবে। আমরা জানি টেলিটক একমাত্র মোবাইল অপারেটর যা বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিদ্যুৎ গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের টেলিটক মোবাইল অপারেটর টেলিপে নামে একটি প্লাটফর্ম তৈরি করে। যেটির মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকরা যেকোন স্থানের বিদ্যুৎ বিল ঘরে বসে পেমেন্ট করতে পারে। টেলিটকের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। টেলিটকের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
ঘরে বসে টেলিটকে বিদ্যুৎ বিল প্রদান করুন, telepay


রেজিস্ট্রেশনের নিয়মঃ
প্রথমে টেলিটক সিম থেকে ডায়াল করতে হবে *৭২৭# এর পরে আপনি তিনটি অপশন দেখতে পাবেন একটি হলো রেজিস্ট্রেশন অন্যটি হলো বিল পেমেন্ট প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য ১ পেশ করতে হবে। এরপর আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি সাবস্ক্রাইবার অন্যটি হলো ওয়ালেট রেজিস্ট্রেশন। আপনি চাইলে যেকোনো একটি করতে পারেন। আপনি  সাবস্ক্রাইবার রেজিষ্ট্রেশন করেন তাহলে আপনি শুধু আপনার নিজের বিদ্যুৎ বিলের টেলিটক দোকান থেকে পেমেন্ট করতে পারবেন। আর যদি ওয়ালেট রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি যে কারো বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিটক দোকান থেকে ওয়ালেট রিচার্জ করতে হবে।

 সাবস্ক্রাইবার রেজিষ্ট্রেশন করার জন্য আপনার বিদ্যুৎ বিলের কাস্টমার নাম্বার, একটি কন্টাক নাম্বার হলেই হবে। এসব জিনিসপত্র নিয়ে আপনি টেলিটক রিচার্জ এর দোকানে গিয়ে রেজিস্টেশন করে নিবেন।ঘরে বসে সাবসক্রাইবার রেজিষ্ট্রেশন করার জন্য টেলিটক থেকে লিখুন *৭২৭#  Sms Account number ও contact number সংযুক্ত করুন।
সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন করার পর আপনি একটি ইউজার আইডি কোড পাবেন। সেই কোডের মাধ্যমে টেলিটক রিচার্জ দোকান থেকে ফ্রি তে আপনার বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। ওয়ালেট রেজিষ্ট্রেশনঃ
ওয়ালেট রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার বিদ্যুৎ বিলের কাস্টমার নম্বর, আপনার এনআইডি নম্বর, একটি কন্টাক্ট নম্বর, আপনার সঠিক ঠিকানা এই সব প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি টেলিটক রিচার্জ এর দোকানে গিয়ে ওয়ালেট রেজিষ্ট্রেশন করার কথা বললেই তারাই আপনাকে সবকিছু করে দেবে। ঘরে বসে রেজিষ্ট্রেশন করার জন্য 
*727*1# এর পর 2 ডায়াল করে ওয়ালেট রেজিস্ট্রেশন করা যাবে; sms account no, nid no, contact no, prass yes
রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনি একটু ওয়ালেট নম্বর, একটি পিন নম্বর পাবেন। ওয়ালেট নাম্বারে আপনি টাকা ভরে যে কারো বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন।

বিদ্যুৎ বিল প্রদানঃ
 
আপনার সাবস্ক্রাইব অথবা ওয়ালেট  রেজিস্টেশনে সঠিকভাবে হয়ে যায় তাহলে আপনি আপনার টেলিটক সিম থেকে ডায়াল করুন *৭২৭*২#
আপনি  তিনভাবে আপনার বিল প্রদান  করে  পারেন।
এভাবে আপনি টেলিটকের এর মাধ্যমে ঘরে বসে সহজেই বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন। আপনি প্রতি মাসে তিনটি বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন কোন চার্জ ছাড়াই।