টেলিটক আগামী সিম রেজিষ্ট্রেশনের নিয়মাবলি 

হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে টেলিটকের আগামী সিম নিয়ে আলোচনা করব। এই পোষ্টটি সস্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন আপনি কিভাবে আগামী সিম রেজিষ্ট্রেশন করবেন, আগামী সিমের সুবিধা, অসুবিধা এবং আগামী সিমের সেরা অফার। আপনাদের সুবিধার্তে আমি টেলিটকের কয়েকটি প্রয়োজনীয় কোড দিয়ে দিব।


কারা টেলিটকের আগামী সিম পাবেনঃ 

বাংলাদেশ সরকারের একমাত্র মোবাইল অপারেটর টেলিটক দেশের সেরা মেধাবীদের জন্য আগামী নামে একটি প্যাকেজ নিয়ে এসেছে। এই প্যাকেজ টি সর্বসাধরনের জন্য নয়। অথ্যাৎ সাধারণ জনগন টেলিটকের আগামী সিম কিনতে পারবে না। যারা কেবল মাত্র এসএসসি পরিক্ষায় জিপিএ ৫.০০ পেছে তারাই শুধু নিতে পারবে। এই সিমের জন্য তাদের কোন মূল্য দিতে হবে না।তারা রেজিষ্ট্রেশন করে ফ্রীতে সিম টি পাবে।

আগামী সিম রেজিষ্ট্রেশনের নিয়মঃ

আগামী সিম রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে আমাদের একটি টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে। যদি নাথাকে তাহলে বন্ধু ব্ন্ধবের সিম দিয়ে করে নিবেন। আর একান্ত যদি কারো কাছে না পেয়ে থাকেন তাহলে কস্টমার কেয়ারে গিয়ে বললে তারাই করে দিবে।
টেলিটক সিম থাকলে আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন AGAMI তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন RAJ তারপর আপনার এসএসসির রোল নম্বর টাইপ করুন যেমন 123456 এসএসসি পাশের বছর 2020 আপনার একটি মোবাইল নম্বর যেমন 01723********* এরপর 16222 নম্বরে সেন্ড করুন। ম্যাসেজ ফরমেট  AGAMI RAJ 123456 2020 01722****** এবার  16222 নম্বরে   সেন্ড করুন। আপনার সবকিছু ঠিক থাকলে আপনি এসএমএসে প্রদত্ত নম্বরে  আপনার অভিনন্দন ম্যাসেজ পাবেন। এবার এই অভিনন্দন এসএমএস নিয়ে আপনি আপনার নিকটতম টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। তারা আপনার এসএমএস টি চেক করে সিমটি রেজিষ্ট্রেশন করে দিবে। সিম নেওয়ার সময় আপনাকে কিছু প্রয়োজনীয় ডুকুমেন্ট নিয়ে যেতে হবে।

আগামী সিমের জন্য প্রয়োজনীয় ডুকুমেন্টঃ আগামি সিম টি নেওয়ার জন্য আপনাকে আপনার এডমিট কার্ড,  রেজিষ্ট্রেশন কার্ড বা এসএসসির সাটিফিকেট অথবা মার্কসিট সাথে আনতে হবে। অবশ্যই যে কোন একটি ডুকুমেন্টের ফটোকপি আনতে হবে। কারন তারা যে কোন একটি ডুকুমেন্টের ফটোকপি জমা নেবে।


আগামী সিম রেজিষ্ট্রেশন অফারঃ আগামী সিমটি আপনি ফ্রীতে পেয়ে যাবেন। আপনাকে শুধু রেজিষ্ট্রেশন করে নিতে হবে। রেজিষ্ট্রেশন কারার পর আপনি প্রথম ১০০ টাকা রিচার্জ করায় পাবেন ১০০ মিনিট, ১০০ এসএমএস ও ৫ জিবি ইন্টারনেট।  এই মিনিট, এসএমএস ও ইন্টানেটের মেয়াদ ১ মাস। আপনি ১ মাসের মধ্যে ১০০ মিনিট বাংলাদেশের যেকোন আপারেটরে ফ্রি কথা বলতে পারবেন।


আগামী সিম রিচার্জ অফারঃ বাংলাদেশের অপারেটর গুলোর মধ্য টেলিটকই সবচেয়ে ভালো রিচার্জ অফার দিয়ে থাকে। আগামী সিমে আপনি প্রতি বার ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট, ২৫ এসএমএস ও ৫০ এমবি ইন্টারনেট পেয়ে যাবেন। এই অফারটি আপনি যত খুশি তত বার নিতে পারবেন। কিন্তু রিচার্জ অফারের ২৫ মিনিট আপনি শুধু টেলিটক টু টেলিটক কথা বলতে পারবেন।  অন্য কোন অপারেটরে আপনি এই ২৫ মিনিট দিয়ে কথা বলতে পারবেন না।


আগামী সিমের সেরা অফার সমূহঃ 

১. ২২ টাকায় ৭ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট।
২. ৪৯ টাকায় ৫ দিন মেয়াদী ৩ জিবি ইন্টারনেট।
৩. ৯৭ টাকায় ১০ দিন মেয়াদী ১০ জিবি ইন্টারনেট।

আগামী সিমের প্রয়োজনীয় কোডঃ 

১. টাকা দেখতে *১৫২#
২. মিনিট দেখতে *১৫২#
৩. এসএমএস দেখতে *১৫২#
৪. ইন্টারনেট দেখতে *১৫২#
৬. নিজের নম্বর দেখতে *৫৫১#

এভাবে আপনি সহজে রেজিষ্ট্রেশন করে ফ্রীতে একটি টেলিটক আগামী সিম নিতে পারেন এবং উপভোগ করতে পারেন দেশের সেরা অপারেটরের সেরা অফার সমূহ। 

পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।