রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধের নিয়ম
হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন। প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে রকেটের মাধ্যমে পল্লি বিদ্যুৎ এর বিল পেমেন্টের নিয়ম নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে বিদ্যুৎ বিল প্রদান করা আগের মতো ঝামেলার কাজ নয়। আগে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে বিদ্যুত বিল দিতে হতো। এতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যেত। বর্তমান সময়ে বিদ্যুৎ বিল প্রদান সহজ করে দিয়েছে আমাদের দেশের কিছু মোবাইল ব্যাংকিং কোম্পানি। এই মোবাইল ব্যাংকিং কোম্পানির মাধ্যমে আমরা আজ ঘরে বসে আমাদের বিদ্যুৎ জমা দিতে পারি। আমাদের দেশের এমনি একটি জনপ্রীয় মোবাইল ব্যাংকিং কোম্পানি হলো রকেট। রকেট হলো ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং। এই রকেটের মাধ্যমে আমরা ঘরে বসে আমাদের বিদ্যুৎ বিল বিকাশ করতে পারি। আপনার রকেট একাউন্ট থাকলে আপনি দুইভাবে আপনার বিল জমা দিতে পারবেন। ১. রকেট অ্যাপের মাধ্যমে ২. USSD কোড ডায়ালের মাধমে। নিচের দুটি মাধ্যম নিয়েই আলোচনা করা হলো।
১. রকেট অ্যাপের মাধ্যমেঃ
রকেট অ্যাপের মাধ্যমে আপনাকে বিল জমা দেওযার জন্য আপনাকে গুগলের প্লে স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আর আপনার ফোনে যদি রকেট অ্যাপ থেকে থাকে তাহলে ডাউনলোডের দরকার নেই। রকেট অ্যাপ ডাউনলোড লিংক। বিল প্রদানের জন্য রকেট অ্যাপে প্রবেশ করে লগইন করে নিন। লগইন করার পর আপনি বিল পরিশোধ নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এর পর সার্চ বক্সে লিখুন পল্লি বিদ্যুত। এরপর পল্লি বিদ্যুৎ তে ক্লিক করুন। তারপর নতুন পেজে আপনাকে আপনার বিলের কাস্টমার এসএমএস একাউন্ট নম্বর , বিলের মাস ও বিলের বছর দিন। এরপর বিদ্যুত বিল নিজের হলে নিজের এবং অন্যের হলে অন্যের সিলেক্ট করুন। বিল অন্যের হলে আপনাকে তার মোবাইল নম্বর প্রদান করতে হবে। এবার যাচই করুন বা ভেরিফাই অপশনে ক্লিক করুন। এখন আপনি বিলারের নাম এবং বিলের এমাউন্ট দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনার রকেটের পিন নম্বর দিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিল জমা হয়ে যাবে এবং আপনি একটি বিল জমা দেওয়ার রশিদ পাবেন।
২. USSD কোড ডায়াল করেঃ
আপনার কোন স্মার্ট ফোন না থাকলে আপনাকে USSD কোড ডায়াল করে বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন। এজন্য আপনার মোবাইলের কলার অপশনে গিয়ে ডায়াল করুন *322# তারপর আপনি 1 নম্বরে পে বিল অপশন পাবেন সেখানে প্রবেশ করুন। এবার নিজের বিল হলে নিজে এবং অন্যের বিল হলে অন্যের সিলেক্ট করুন। এবার যে সংস্থার বিদ্যুৎ বিল দিবেন সেখানে প্রবেশ করুন। এবার আপনার বিলের এসএমএস নম্বর প্রদান করুন। এবার আপনি বিলারের নাম এবং কত টাকা বিল তা দেখতে পাবেন। সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করে আপনার রকেটের পিন নম্বর দিয়ে পে বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার বিল জমা সম্পন্ন হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। রকেটের মাধ্যমে বিল দিতে আপনাকে কোন ফি বা চার্জ প্রদান করতে হবে না। আপনি ফ্রীতে বিল প্রদান করতে পারবেন।
0 মন্তব্যসমূহ