কমদামে বাজারের সেরা ৩টি অ্যান্ড্রয়েড টিভি বক্স

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছ। আজ আমি তোমাদের সাথে একটি বিশেষ অ্যান্ড্রয়েড গ্যাজেট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেই জিনিসটি হল অ্যান্ড্রয়েড টিভি বক্স। আমরা কম বেশি সবাই এই জিনিসটির সাথে পরিচিত। আমাদের বাসায় যাদের শুধু মনিটর রয়েছে বা ননস্মার্ট টিভি রয়েছে তারা অতি সহজে মাত্র 2 হাজার টাকা খরচ করে নন স্মার্ট টিভিকে স্মার্ট করে নিতে পারি। একটি নন স্মার্ট টিভি স্মার্ট করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটি আমাদের নন স্মার্ট টিভিকে কম খরচে স্মার্ট বানিয়ে দিবে। আমরা বাজারে বিভিন্ন ধরনের টিভি বক্স দেখে থাকি। আমি আপনাদের সাথে আজ কয়েকটি টিভি বক্সের স্পেসিফিকেশন এবং দাম নিয়ে আলোচনা করব।
সেরা ৩টি অ্যান্ড্রয়েড টিভি বক্স, ,টিভি বক্স এর দাম কত, 4k অ্যান্ড্রয়েড টিভি বক্স,অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স, MXQ pro, TX3 mini, X96 mini
Android TV Box


MXQ Pro 4K:

 আমরা প্রথমেই যে টিভি বক্স নিয়ে আলোচনা করব সেটি হল MXQ Pro 4K. এটি হলো বাজারের সবথেকে কমদামের স্মার্ট টিভি বক্স। এই স্মার্ট টিভি বক্স টি আপনারা বাজারে ১৫০০ থেকে ১৭০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।  এই টিভি বক্স টির র্্যাম হল ২ জিবি এবং রম হল ৮ জিবি। এই টিভি বক্সটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 6.1 ভার্সন। এই টিভি বক্স টি কিনলে আপনারা টিভি বক্সের প্যাকেটে প্রথমেই যে জিনিসটা পাবেন সেটা হল ছোট্ট একটি টিভি বক্স, এটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট, টিভি বক্সটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 5 ওয়াডের আরেকটি এডাপ্টার এবং টিভি বক্সটিকে মনিটরের সাথে যুক্ত করার জন্য একটি এইচডিএমআই ক্যাবল। আপনারা চাইলে কম দামে এই বক্সটি কিনে চালাতে পারেন।

TX3 mini:

 আমাদের লিস্টে থাকার দ্বিতীয় টিভি বক্স টি হল tx3 মিনি। বাজারের যতগুলো টিভি বক্স রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন টিভি বক্স tx3 মিনি। আপনারা বাজারে কিনতে গেলে এই বক্সের দাম পড়বে 2000 থেকে 2200 টাকা। এই বক্সটিতে গুগলের অ্যান্ড্রয়েড 7.1 এবং কোন কোন গুলোতে 8.1 ব্যবহার করা হয়েছে। টিভি বক্সের র্্যাম হল 2 জিবি এবং রম হল 16gb।

 এই টিভি বক্সের প্যাকেটে আপনারা যা যা পাবেনঃ  tv box প্যাকেট ওপেন করলেই আপনারা প্রথমে পেয়ে যাবেন একটি ছোট সুন্দর টিভি বক্স। এরপরে আপনারা পাবেন একটি ছোট রিমোট কন্ট্রোল যেটার মাধ্যমে আপনি আপনার t-box টিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর আপনারা পাবেন টিভি বক্স টিকে পাওয়ার দেয়ার জন্য একটি ৫ ওয়াডের এডাপ্টার। সবশেষে আপনারা পাবেন একটি এইচডিএমআই ক্যাবল। যেটার মাধ্যমে টিভি বক্স টিকে টিভির সাথে যুক্ত করতে হবে। আপনি ইটিভি বক্সটি কিনলে দাম অনুসারে ভালো একটি সেবা পাবেন আপনি চাইলে টিভি বক্স থেকে বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন। tx3 মিনি অ্যান্ড্রয়েড টিভি বক্স tk. আপনাকে 4K ভিডিও প্রদান করবে কিন্তু এর জন্য আপনা টিভি বা মনিটরটিকে অবশ্যই 4k সাপোর্টেড হতে হবে। ধন্যবাদ।

X96 mini:

আমাদের লিস্টের 3 নম্বরে থাকা t-box টি হল x96 মিনি। এটি বাজারে থাকা টিভি বক্স গুলোর মধ্যে কম দামের সবচেয়ে ভালো টিভি বক্স। বাজারে থাকা টিভি বক্স গুলোর মধ্যে সবচেয়ে এটির চাহিদা বেশী।এ টিভি বক্সটি আপনাকে কম দামে অনেক সুযোগ সুবিধা প্রদান করবে। এই বক্সটি আপনি বাজারে কিনতে পারেন মাত্র 2 হাজার টাকা থেকে 2300 টাকার মধ্যে। এই এইটি টিভি বক্সের রাম হল 2gb এবং রম হল 16gb. এইটি বক্সটিতে গুগলের অ্যান্ড্রয়েড 7.1 ব্যবহার করা হয়েছে। আপনারা এটি বক্সের প্যাকেটে প্রথমেই প্যাকেট খুলে দেখতে পাবেন একটি ছোট সুন্দর টিভি বক্স। এরপর পাবেন একটি রিমোট কন্ট্রোল। যেটার মাধ্যমে আপনি আপনার টিভ বক্সটিকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে পাবেন টিভি বক্সটিকে বিদ্যুৎ সংযোগ বা পাওয়ার দেওয়ার জন্য একটি ৫ ওয়ার্ডের এডাপ্টার। সবশেষে আপনি পাবেন একটি এইচডিএমআই ক্যাবল। এ ক্যাবলের মাধ্যমে আপনাকে টিভি বক্সটিকে আপনার টিভি বা মনিটরের সাথে যুক্ত করতে হবে। tx3 মিনি এবং x96 মিনি টিভি বক্স প্রায় একই রকমের কিন্তু বাজারে x96 মিনি মিনিট চাহিদা tx3 চেয়ে বেশি। x96 মিনি আপনাকে কম ইন্টারনেট স্পিডেও স্মোথ ভিডিও প্রদান করবে। x96 মিনি আপনাকে 4K ভিডিও প্রদান করবে এর জন্য অবশ্যই আপনার মনিটরটিকে 4k সাপোর্টেড মনিটর হতে হবে।

পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।