ঘরে বসে টেলিটক সিমকে 3G থেকে 4G করার নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রযুক্তি দাদা ওযেবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমার সাথে আলোচনা করব কিভাবে তোমরা ঘরে বসে তোমাদের টেলিটক 3G  সিম টিকে 4G তে পরিবর্তন করবে। আমি আমার ওয়েবসাইটে টেলিটক সিম রেজিস্ট্রেশন নিয়ে কয়েকটি কন্টেন্ট প্রকাশ করেছিলাম। সেথানে অনেকে জানতে চেয়েছে কিভাবে টেলিটক 3G সিম টিকে 4G সিমে রূপান্তর করা যায়। টেলিটক সিম টিকে রূপান্তর করতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে এক মিনিটে আপনার সিম টিকে  4G করে নিতে পারবেন। অন্য সিম গুলো 4G করতে আমাদের কে তাদের কাস্টমার কেয়ার বা তাদের রিটেইলারের দোকানে যেতে হয় কিন্তু টেলিটক সিম 4G করতে আমাদের কোথাও যেতে হবে না।
হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রযুক্তি দাদা ওযেবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমার সাথে আলোচনা করব কিভাবে তোমরা ঘরে বসে তোমাদের টেলিটক 3G  সিম টিকে 4G তে পরিবর্তন করবে। আমি আমার ওয়েবসাইটে টেলিটক সিম রেজিস্ট্রেশন নিয়ে কয়েকটি কন্টেন্ট প্রকাশ করেছিলাম। সেথানে অনেকে জানতে চেয়েছে কিভাবে টেলিটক 3G সিম টিকে 4G সিমে রূপান্তর করা যায়। টেলিটক সিম টিকে রূপান্তর করতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে এক মিনিটে আপনার সিম টিকে  4G করে নিতে পারবেন। অন্য সিম গুলো 4G করতে আমাদের কে তাদের কাস্টমার কেয়ার বা তাদের রিটেইলারের দোকানে যেতে হয় কিন্তু টেলিটক সিম 4G করতে আমাদের কোথাও যেতে হবে না।  টেলিটক সিম টি 4G কিনা চেক করুনঃ আপনার টেলিটক সিম 4g করার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনার সিমটি 3g নাকি 4g। আপনার  সিমটি 4g কিনা সেটা চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল সেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে chk এবং পাঠিয়ে দিতে হবে 15 7 নম্বরে। এরপর একটি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার সিমটি 3G তে রয়েছ নাকি 4G তে রয়েছে। আপনার সিমটি যদি 3G থেকে থাকে তাহলে আপনি নিচের নিয়মটি অনুসরন করে আপনার সিমটি  3G  থেকে 4G  করে নিন। আপনার 3g সিম 4g করতে সময় লাগবে মাত্র এক মিনিট। নিচের ধাপগুলো অনুসরণ করে সিমটি 4g করে নিন।  টেলিটক সিম 3G থেকে 4G করার নিয়মঃ টেলিটকের  3G সিম টিকে 4G করতে আপনার প্রয়োজন হবে একটি 4G মোবাইল সেট। আপনার 3G সিম টিকে 4G মোবাইল সেটে প্রবেশ করান। এরপর আপনার মোবাইলের ম্যাসেজ আপশনে গিয়ে টাইপ করুন 4G এরপর পাঠিয়ে দিন 111 নম্বরে। এর কিছুক্ষণ পর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে অভিনন্দন জানানো হবে এবং বলা হবে যে আপনার সিম টি 4G হয়েছে কি না। এভাবে আপনি ঘরে বসে আপনার 3G সিম টি 4G করে নিতে পারেন।   সম্পূর্ন পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Teletalk 3G to 4G


টেলিটক সিম টি 4G কিনা চেক করুনঃ

আপনার টেলিটক সিম 4g করার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনার সিমটি 3g নাকি 4g। আপনার  সিমটি 4g কিনা সেটা চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল সেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে chk এবং পাঠিয়ে দিতে হবে 15 7 নম্বরে। এরপর একটি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার সিমটি 3G তে রয়েছ নাকি 4G তে রয়েছে। আপনার সিমটি যদি 3G থেকে থাকে তাহলে আপনি নিচের নিয়মটি অনুসরন করে আপনার সিমটি  3G  থেকে 4G  করে নিন। আপনার 3g সিম 4g করতে সময় লাগবে মাত্র এক মিনিট। নিচের ধাপগুলো অনুসরণ করে সিমটি 4g করে নিন।

টেলিটক সিম 3G থেকে 4G করার নিয়মঃ

টেলিটকের  3G সিম টিকে 4G করতে আপনার প্রয়োজন হবে একটি 4G মোবাইল সেট। আপনার 3G সিম টিকে 4G মোবাইল সেটে প্রবেশ করান। এরপর আপনার মোবাইলের ম্যাসেজ আপশনে গিয়ে টাইপ করুন 4G এরপর পাঠিয়ে দিন 111 নম্বরে। এর কিছুক্ষণ পর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে অভিনন্দন জানানো হবে এবং বলা হবে যে আপনার সিম টি 4G হয়েছে কি না। এভাবে আপনি ঘরে বসে আপনার 3G সিম টি 4G করে নিতে পারেন। 

সম্পূর্ন পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।