মোবাইল দিয়ে ফেসবুকে ফটোফ্রেম আপলোড করুন মাত্র ৫ মিনিটে

হ্যালো গাইস আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে ফেসবুক ফটো ফ্রেম নিয়ে আলোচনা করব।

ফেসবুক ফটোফ্রেম কীঃ

বিভিন্ন রকম দিবস এবং উৎসব কে সামনে রেখে আমরা নিজেদের ফেসবুক প্রোফাইল পিকের সাথে বিভিন্ন রকম ফ্রেম সেট করে থাকি এই ফ্রেম গুলো কে ফেসবুক ফটোফ্রেম বলে।

কারা ফেসবুক ফটোফ্রেম তৈরি করেঃ

যেকেউ চাইলেই ফটো ফ্রেম তৈরি করতে পারে। যেকোন ফেসবুক ইউজার তার ইচ্ছে মতো ফ্রেম ডিজাইন করে সেটা ফেসবুক স্টুডিও র মাধ্যমে সহজেই ফেসবুকে আপলোড করতে পারে এবং অন্যকে ব্যাবহারের সুযোগ করে দিতে পারে।
আপলোড, ফটোফ্রেম তৈরি, how to upload a photo frame in facebook,  facebook photo frame making
ফটোফ্রেম আপলোড


মোবাইলের মাধ্যমে ফটোফ্রেম তৈরিঃ

আমাদের যাদের কাছে কম্পিউটার নেই তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপের সাহায্যে ফটোফ্রেম ডিজাইন করতে পারি।ফ্রেম ডিজাইন করার জন্য প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে। ফেসবুক ফটোফ্রেম তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে পিক্সেল ল্যাব।আপনি চাইলেই এই অ্যাপের মাধ্যমে ইউটিউব থাম্বেল তৈরি করতে পারেন। আপনার যদি কোন প্রফেশনাল ব্যানার বা প্যানা তৈরির প্রয়োজন হয় তাহলে এই অ্যাপের মাধ্যমে সহজেই তৈরি করতে পারেন। ছবি রিসাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি খুবই জনপ্রিয়। ফেসবুক ফটোফ্রেমের মাপ ২৪৩৫*২৪৫৫ পিক্সেল।

কম্পিউটারের মাধ্যমে ফটোফ্রেম ডিজাইনঃ

যাদের কাছে কম্পিউটার আছে তাদের জন্য ফটোফ্রেম ডিজাইন করা খুবই সহজ।  কম্পিউটারে ছবির কাজ করার জন্য জনপ্রিয় সফটওয়্যার হলো ফটোশপ।  এই ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আমার সহজেই ফেসবুক ফটোফ্রেম নিজের মনের মতো করে তৈরি করতে পারি।ফেসবুক ফটোফ্রেমের মাপ ২৪৩৫*২৪৫৫ পিক্সেল।

ফটোফ্রেম ফেসবুকে আপলোড করার পদ্ধতিঃ

ফেসবুকে ফটোফ্রেম আপলোড করার জন্য প্রথমে আমাদের নিচের ওয়েবসাইটে যেতে হবে। ভালো সুবিধা পেতে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করুন। মোবাইলের মাধ্যমে কাজ করতে চাইলে ওয়েব পেজটি অবশ্যই ডেক্সটপ ভিউ করে নিন। ওয়েবসাইট টিতে প্রবেশের পর ক্রিয়েট এ ফ্রেমে ক্লিক করুন। এরপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে আপলোড এ আর্ট অফশনে ক্লিক করুন এবং আপনার তৈরিকৃত ফ্রেমটি আপলোড করে দিন। এর পরবর্তী পেজে আপনাকে ফ্রেমের নাম  এবং ১০ টি কিওয়ার্ড যুক্ত করতে হবে। এর পরবর্তী পেজে আপনার ফ্রেম টি ফেসবুক রিভিউ করবে। রিভিউ শেষ হলে আপনি পাবলিশ অপশনে ক্লিক করে আপনার ফেম টি আপনি অথবা যেকেউ চাইলেই ফ্রেম টি এড করতে পারবে। ফটো ফ্রেমটি পাবলিশ হবার পর যে পেজটি আসবে সেই পেজে আপনি দেখতে পাবেন কতজন আপনার ফ্রেমটি তাদের প্রোফাইল পিকে যুক্ত করেছে এবং আপনার ফ্রেমটি সবার জন্য উন্মুক্ত বা অ্যাক্টিভ রয়েছে কিনা। এভাবে আপনি সহজেই একটি ফটো ফ্রেম ফেসবুকে আপলোড করতে পারেন। পোস্টটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।