কপিরাইট চেক করুন
প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই!
আশা করি ভাল আছেন। আপনি হয়তো কপিরাইট সংক্রান্ত বিষয় নিয়ে গুগলের সার্চ করার মাধ্যমে আমার সাইটে প্রবেশ করেছে। আজ আমি আপনাকে জানাবো কপিরাইট কি? এবং কোন কপিরাইট কনটেন্ট কিভাবে চেক করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।(copyright)
চলুন এবার জেনে নেয়া যাক কপিরাইট কি?
কপিরাইট হলো অন্য কারো জিনিস বা কোন লেখা নিজের বলে দাবী করাকে কপিরাইট বলা হয়?(copyright check)
এবার আসুন জেনে নেয়া যাক কোন কপিরাইট কন্টেন বা পোস্ট কিভাবে চেক করবেন। আজ আমি আপনাদের সামনে একটি ওয়েব সাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সহজেই আপনাদের কপিরাইট কনটেন্ট গুলো চেক করে নিতে পারবেন। এই ওয়েবসাইট আপনাকে জানিয়ে দেবে আপনার কনটেন্ট এর কতটুকু ইউনিক আর কতটুকু কপিরাইট রয়েছেন তা জানিয়ে দিবে ওয়েবসাইটের মাধ্যমে। শুধু কপি রাইট কন্টেন্ট চেক করা নয় আপনি চাইলে কোন পোস্ট বা কনটেন্ট সহজেই রি রাইট করতে পারেন এবং আপনার কনটেন্ট বা পোস্টে কতগুলো ওয়ার্ড কতগুলো সিম্বল ব্যবহার করেছেন তা সহজেই জেনে নিতে পারবেন। তবে এ সাইটের মাধ্যমে আপনি চাইলেই কোন পোস্ট বা কনটেন্টকে সহজেই কিউআর কোড এ পরিণত করতে পারবেন আবার চাইলে কোনো পোস্টকে অডিও ভয়েসে রূপান্তর করতে পারেন আবার ছবি থেকে সহজে টেক্সটে এ রুপান্তর করতে পারেন। এ ওয়েবসাইটে আরো কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে সেগুলো আপনাকে চমকে দেয়ার মতো। নতুন ফিচারের মধ্যে যুক্ত হয়েছে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ইনভাইটেশন কার্ড ডিজাইন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সহজেই এই কাজগুলো করতে পারবেন। (copyright)
![]() |
| কপিরাইট কনটেন্ট চেক করুন মাত্র ২ মিনিটে |
চলুন কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেই কিভাবে আপনি কপিরাইট কনটেন্ট চেক করবেন।
বর্তমানে ইন্টারনেটের যুগে কপিরাইট বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত হয়ে উঠেছে। আমার মতো যারা ছোট ব্লগার রয়েছেন তাদের এই বিষয়টি জানা খুবই প্রয়োজন কপিরাইট কে আপাতত দৃষ্টিতে খুবই ছোট মনে হলে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। কপিরাইট কনটেন্ট চেক করার জন্য আপনাকে নিচের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। পেজটিতে প্লেজারিজম চেকার নামে একটি লেখা দেখতে পাবেন। লেখাটিতে ক্লিক করুন এবার আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনার কনটেন্ট বা পোস্টটি পেস্ট করার জন্য একটি ফাঁকা ঘর দেখতে পাবেন। এই ঘরে আপনার লেখা টি বা কনটেন্ট টি পেস্ট করুন। এবার একটু নিচের দিকে আসলে আই এম নট রোবট ভেরিফিকেশন দেখতে পারবেন। এই ভেরিফিকেশন ঠিক করে নেবেন। এরপর চেক প্লেজারিজম লেখাটিতে ক্লিক করুন তাহলে আপনার লেখা অথবা কনটেন্টের কপিরাইট চেক হতে শুরু হবে। লেখাটি 100% চেক হওয়া শেষ হলে আপনি দেখতে পারবেন আপনার লেখাটি অথবা কন্টেন্টটি কতটুকু ইউনিক এবং কতটুকু কপিরাইট। আপনার লেখাটি অথবা কন্টেন্টটি যদি 100% ইউনিক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনে এই লেখা টি আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। আপনার লেখাটির যদি 85% থেকে 99 % ইউনিক হয়ে থাকে তাহলে আপনি আপনার এই লেখাটিকে আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। এভাবে আপনি আপনার লেখা যেকোনো ধরনের পোস্ট বা কনটেন্টের কপিরাইটিং অংশ এবং ইউনিক অংশ জেনে নিতে পারেন।(copyright check)
আসুন এবার আমরা জেনে নেই কপিরাইট সংক্রান্ত সাবধানতাঃ
গুগোল এবং ইউটিউব কপিরাইট নিয়ে বর্তমানে অনেক সাবধানতা অবলম্বন করছে। আমরা যদি গুগলে অথবা ইউটিউবে কোন কপিরাইট কনটেন্ট অর্থাৎ অন্য কারো জিনিস অথবা লেখালেখি নিজের নামে প্রকাশ করে থাকি গুগোল এবং ইউটিউব তা সহজে ধরে ফেলে এবং তারা চাইলে আমাদেরকে শাস্তি প্রদান করতে পারে। আমরা যদি গুগোল এ আমাদের ওয়েবসাইটের কোন কপিরাইট কনটেন্ট প্রকাশ করে থাকি তাহলে গুগোল আমাদের ওয়েবসাইটকে বন্ধ করে দেবে অথবা গুগোল আমাদের ওয়েবসাইটকে এডসেন্স প্রদান করবে না। ফলে আমাদের চেষ্টা গুলো জলে চলে যাবে। সুতরাং আমরা কখনো আমাদের ওয়েবসাইটে অন্য কারো লেখা নিজের নামে প্রকাশ করব না। একইভাবে ইউটিউবে যদি আমরা অন্য কারো ভিডিও নিজের ভিডিও বানিয়ে প্রকাশ করি তাহলে ইউটিউব আমাদের চ্যানেল টিকে কপিরাইট রেস্ট্রিকশন প্রদানের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটি কে বন্ধ করে দেবে অথবা ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রাম যেখান থেকে আমাদের ইনকাম হয় এই জিনিসটি প্রদান করবে না এবং অনেকগুলো প্লে বাটন আমাদেরকে প্রদান করবে না। সুতরাং আমাদের চেষ্টা ব্যথা হয়ে যাবে। তাই আমরা কখনো আমাদের ইউটিউব চ্যানেল অন্য কারো ভিডিও প্রকাশ করব না।(copyright)
পোস্টটি সম্পুর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টের মাধ্যমে যদি আপনার সামান্যতম উপকার হয় তাহলে আমার চেষ্টা সার্থক হবে আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ধন্যবাদ!!!

0 মন্তব্যসমূহ