গুগল ম্যাপে লোকেশন সেট করুন মাত্র ৫ মিনিটে
প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
গুগল ম্যাপ সংক্রান্ত বিষয় নিয়ে গুগল সার্চ করার মাধ্যমে আপনি হয়তো আমার এই ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাকে জানাবো গুগল ম্যাপের ব্যবহার এবং কিভাবে আপনি সহজে গুগল ম্যাপ এডিট করতে পারেন।
চলুন প্রথমে জেনে নেয়া যাক গুগল ম্যাপ কী?
গুগোল আমাদের যাতায়াত সহজ করার জন্য পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা তাদের ম্যাপে যুক্ত করেছে এর মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান আমরা সহজে ভ্রমণ করতে পারি আর এ ম্যাপ কে বলা হয় গুগল ম্যাপ।
এখন চলুন জেনে নেয়া যাক গুগল ম্যাপ এর সুবিধা সমূহঃ
আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হয় পৃথিবীর সবগুলো স্থানে আমাদের কাছে পরিচিত নয় আমরা যদি পৃথিবীর কোন অপরিচিত স্থানে যাই তাহলে গুগল ম্যাপের মাধ্যমে আমরা সহজেই জেনে নিতে পারি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। এমনকি আমরা আরও জেনে নিতে পারি কোন রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে সহজে পৌঁছে যেতে পারি এবং সেই গন্তব্য যেতে কত মিনিট সময় লাগবে। সুতরাং বলা যেতে পারে গুগল তাদের গুগল ম্যাপের সাহায্যে পুরো পৃথিবীটাকে আমাদের কাছে পরিচিত করিয়ে দিয়েছে।
চলুন এবার জেনে নেয়া যাক কিভাবে আমরা গুগল ম্যাপ এডিট করতে পারি।
আমরা যে কেউ চাইলে গুগল ম্যাপ এডিট করতে পারি। আমরা আমাদের বাড়ি, অফিস, দোকান, মন্দির, মসজিদ, রাস্তা খুব সহজে গুগল ম্যাপে যুক্ত করতে পারি এবং আমার এলাকাকে পুরো পৃথিবীর কাছে পরিচিত করে তুলতে পারি। আমরা যদি গুগল ম্যাপে আমাদের বাড়ি অফিস দোকান যুক্ত করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে গুগলের গুগল ম্যাপ অ্যাপ টিতে প্রবেশ করতে হবে। অ্যাপে প্রবেশ করার পর অবশ্যই যেকোনো একটি ইমেইল দিয়ে লগইন করে নিতে হবে। ইমেইল দিয়ে লগইন করা থাকলে অ্যাপ নিচে কন্ট্রিবিউশন লেখা যুক্ত প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে অ্যাড প্লেস লেখাটিতে ক্লিক করতে হবে। তাহলে আরও একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে এই পেজটিতে আপনি যে জায়গা অ্যাড করতে চান সেই জায়গার নাম লিখুন পরবর্তী ঘরে ক্যাটাগরি সিলেক্ট করুন এরপরে লোকেশন সিলেক্ট করুন লোকেশন সিলেক্ট করার পর সময় যুক্ত করুন। সময় যুক্ত করা বলতে জায়গাটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকে সেটা যুক্ত করুন। এরপর তীর চিহ্নের মত আইকনে ক্লিক করে সেন্ড করে দিন। বাস আপনার কাজ শেষ আপনার যুক্ত করা স্থানটি গুগল ম্যাপে যুক্ত হতে 24 ঘন্টা থেকে 15 দিন সময় লাগতে পারে। আপনার যুক্ত করা স্থানটি যদি সঠিক হয় তাহলে গুগল স্থানটি রিভিউ করে 24 ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল করে জানিয়ে দেবে আপনার স্থানটি গুগল ম্যাপে যুক্ত হয়েছে কিনা। এভাবে আপনি খুব সহজে মাত্র 2 মিনিটে যে কোন স্থান গুগল ম্যাপে এড করতে পারেন।
![]() |
| গুগল ম্যাপে লোকেশন সেট করুন |
কোন স্থান যুক্ত করলে আপনি যেসব সুবিধা পাবেন সেগুলো নিচে আলোচনা করা হলোঃ
গুগল ম্যাপে আমরা যারা আমাদের এলাকার বিভিন্ন স্থান যুক্ত করে থাকে তাদেরকে বলা হয় গুগল লোকাল গাইড। এই লোকাল গাইডরা মূলত গুগল ম্যাপের এডিট এর কাজ করে থাকে। গুগল ম্যাপে কোন স্থান যুক্ত করলে গুগল লোকাল গাইড একটি স্থান যুক্ত করার ফলে 15 পয়েন্ট করে দিয়ে থাকে। এইভাবে পয়েন্ট বাড়তে থাকলে গুগল ড্রাইভে আমরা স্পেস বেশি পাব। ফলে গুগল ড্রাইভে আমরা আমাদের অনেক ডকুমেন্ট সুরক্ষিতভাবে রাখতে পারব। আমরা যদি বড় লোকাল গাইড হয়ে যায় তাহলে আমরা গুগলের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ পাব এবং গুগলের বিভিন্ন বড় বড় কনফারেন্সে আমাদের আমন্ত্রণ করা হবে। এক কথায় পরিশেষে বলতে গেলে গুগল ম্যাপ এডিট এর কাজ করে আমরা মূলত আমাদের এলাকার উন্নয়ন ঘটানো কাজ করে যাচ্ছি এবং মানুষকে সাহায্য করে যাচ্ছি।
পোস্টটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টের মাধ্যমে যদি আপনার সামান্যতম উপকার করতে পারি তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। ধন্যবাদ!

0 মন্তব্যসমূহ