ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম এবং আজীবন ফ্রি মাস্টারকার্ড
প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
আশা করি ভাল আছেন। ডাচ-বাংলা স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত বিষয় নিয়ে গুগলের সার্চ করার মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আজ আমরা আলোচনা করব ডাচ-বাংলা স্টুডেন্ট একাউন্ট কী? এই একাউন্ট এর সুবিধা অসুবিধা, কিভাবে একাউন্ট খোলা যায়, একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে, ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে আপনার কত টাকা দিতে হবে, কোথায় গিয়ে আপনি ডাচ বাংলা একাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি ফ্রি মাস্টারকার্ড পাবেন।
চলুন এবার বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক।
ডাচ বাংলা একাউন্ট খুলুন |
ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট কি?
ডাচ বাংলা ব্যাংক মূলত বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু কারি একটি প্রতিষ্ঠান। আমরা যদি ছাত্র হয়ে থাকি তাহলে এই মোবাইল ব্যাংকিংয়ে আমরা প্রয়োজনে কিছু ডকুমেন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এই অ্যাকাউন্টে আমরা প্রয়োজনে আমাদের টাকা জমা রাখতে পারি এবং যেকোনো সময় উত্তোলন করতে পারি। এখানে টাকা জমা রাখতে কোন চার্জ দিতে হয় না বরং টাকা জমা রাখার জন্য ব্যাংক আমাদের বাড়তি মুনাফা দেয়।( dbbl student account)
স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা এবং অসুবিধা
সুবিধাসমূহঃ
১. একাউন্টে টাকা রাখতে আমাদের কোন চার্জ দিতে হয় না ফ্রিতে আমরা মাস্টার কার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারি।
২. স্টুডেন্ট একাউন্ট করলে ফ্রী মাস্টারকার্ড পাওয়া যায় এই মাস্টার কার্ড এর জন্য কোন চার্জ দিতে হয় না আজীবন ফ্রি।
অসুবিধা সমূহঃ
স্টুডেন্ট একাউন্ট এর তেমন কোনো অসুবিধা নেই বললেই চলে একটিমাত্র অসুবিধা সেটি হল একদিনে আমরা 25 হাজার টাকার বেশি এই অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন আবার জমা দিতে পারবোনা।
ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ
১. আপনি যে বিদ্যালয় অথবা কলেজে পড়েন সেই বিদ্যালয়ের অথবা কলেজের পরিচয় পত্র এবং আপনার যেকোনো একটি পাবলিক পরীক্ষার সার্টিফিকেট।
২. যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন।
৩. আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ।
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫. একজন নমিনি, নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি।
৬. একজন রেফার যার ইতিমধ্যে ডাচ-বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে।
কিভাবে ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলবেনঃ
ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে আপনাকে যেতে হবে আপনার নিকটস্থ কোনো ডাচ বাংলা ব্যাংকের শাখা অফিসের অথবা আপনার নিকটস্থ কোনো ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ অফিসে। এই দুই জায়গায় গেলে সেখানে থাকা কর্মচারীরা আপনাকে আপনার স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে সাহায্য করবে।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট করতে কত টাকা জমা দিতে হবেঃ
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট তৈরি করার জন্য আপনাকে 500 টাকা জমা দিতে হবে। এই 500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যুক্ত হবে। এই 500 টাকা আপনে কখনো উত্তোলন করতে পারবেন না।( dbbl student account)
কিভাবে ফ্রী মাস্টারকার্ড পাবেনঃ
আমরা যখন ডাচ-বাংলা ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি করব তখন ডাচ বাংলা ব্যাংক আমাদের একটি ফ্রী ডেবিট মাস্টারকার্ড প্রদান করবে। এই কার্ডের মাধ্যমে আমরা আজীবন ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে পারব। এই কার্ডের জন্য আমাদের কোন প্রকার ফি দিতে হবে না। ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খোলার তিন থেকে সাত দিনের মধ্যে আপনি যেখান থেকে স্টুডেন্ট একাউন্ট খুলেছেন সেখান থেকে আপনার ডেবিট কার্ড টি পেয়ে যাবেন।
রকেট একাউন্টঃ
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি আরো একটি বাড়তি সুবিধা পাবেন। সেটা হল ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যেটা রকেট নামে পরিচিত আপনাকে তারা একটি রকেট একাউন্ট খুলে দিবে এবং এই রকেট একাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে। কেউ যদি রকেট আপনাকে টাকা পাঠায় তাহলে খুব সহজেই আপনি বিনা খরচে ডাচ বাংলা ব্যাংকের দেওয়া ডেবিট কার্ডের মাধ্যমে তাদের বুথ থেকে টাকা তুলে নিতে পারেন। এইভাবে আপনি খুব সহজেই ডাচ বাংলা ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারেন।( dbbl student account)
পোস্টটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি মাধ্যমে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ!
0 মন্তব্যসমূহ