বাংলাদেশের প্রথম আইপি কলিং অ্যাপস আলাপ

প্রযুক্তি দাদা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে বাংলাদেশের প্রথম কলিং অ্যাপস আলাপ নিয়ে আলোচনা করব। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ এই আইপি কলিং অ্যাপস আলাপ তৈরি করে। আজ আমরা আইপি কলিং অ্যাপস আলাপে কিভাবে একাউন্ট তৈরি করতে হয় আলাপের কি কি সুবিধা কি কি অসুবিধা আলোচনা করব। আলাপ একটি সরকারি অ্যাপস এ অ্যাপস টি ব্যবহারে কোন বিপদের সম্ভাবনা নেই।
আলাপ অ্যাপস,বাংলাদেশের প্রথম আইপি কলিং অ্যাপস আলাপ

আলাপ অ্যাপস


আলাপ একাউন্ট তৈরির নিয়মঃ

আলাপ অ্যাপে একাউন্ট  তৈরি করার জন্য আপনাকে প্রথমে আলাপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই আলাপ অ্যাপটি আপনি গুগলের প্লে স্টোর এবং আইফোনের অ্যাপস্টোরে সহজে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর অ্যাপে প্রবেশ করুন। আলাপ অ্যাপে প্রবেশ করার পর কন্টিনিউ লেখাটিতে ক্লিক করুন। এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার  দিতে হবে, আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেটি অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে। কারণ আপনার নাম্বারে যে ওটিপি  আসবে সেটা অটোমেটিকলি সেখানে বসে যাবে। আপনি যে নাম্বার দিয়েছেন সেটি যদি অন্য কোন মোবাইলে তোলা থাকে তাহলে ওটিপি অটোমেটিক বসবে না এবং আপনি নম্বর ভেরিফাই করতে পারবেন না।আর আপনার দেয়া নম্বরের সিম মোবাইলে তোলা থাকলে ওটিপি অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনাকে আরো কয়েকটি কাজ করতে হবে। আপনি এখন আলাপ অ্যাপে চার ডটের একটি আইকন দেখতে পারবেন। এই চার ডটের আইকনে ক্লিক করুন। সেখানে মাই অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করুন। এখানে আপনি আপনার আলাপ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। মাই একাউন্ট অপশন থেকে আপনাকে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করে নিতে হবে। মাই অ্যাকাউন্ট অপশনে প্রবেশের পর ভেরিফিকেশন নামে আপনি একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করেন আপনার আইডি কার্ড এর সামনের এবং পেছনের অংশের ছবি তুলুন এবং আপনার একটি সেলফি তোলোন তাহলে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি যদি আইডি কার্ড ভেরিফাই না করেন অন্য কোন অপারেটরের নাম্বারে এই অ্যাপ থেকে কল করতে পারবেন না। শুধুমাত্র আলাপ টু আলাপ কথা বলতে পারবেন। তাই আপনারা সবাই অবশ্যই এনআইডি কার্ড ভেরিফিকেশন করে নেবে। এনআইডি কার্ড ভেরিফিকেশন সহ অ্যাকাউন্ট খুললে আপনি 15 মিনিট বোনাস পাবেন। 15 মিনিট আপনি যেকোন অপারেটরে কথা বলতে পারবেন। এভাবে অতি সহজে আপনি আলাপ একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
আপনাদের সুবিধার্থে অ্যাকাউন্ট করার কিছু স্ক্রীনশট প্রদান করা হলো

আলাপ অ্যাপের সুবিধা সমূহঃ 

১.আলাপ অ্যাকাউন্ট খুললে আমরা যে সকল সুবিধা পাব এক নাম্বার যেকোন অপারেটরে 30 পয়সা মিনিট কথা বলতে পারব। 
২. আলাপ একাউন্ট করলে প্রথমে 15 মিনিট বোনাস পাবেন এই 15 মিনিট আপনি যেকোন অপারেটরে কথা বলতে পারবেন।
৩. নগদ এবং বিকাশের মাধ্যমে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত  রিসার্চ করতে পারবেন। 
৪. আলাপ অ্যাকাউন্ট খুললে আমরা একটি ইউনিক নম্বর পাবো।
 ৫. কল ফরওয়ার্ডিং আপনি চাইলে আলাপ কলটি যেকোন নম্বরে ফরোয়ার্ড করতে পারেন।
 ৬. পৃথিবীর যেকোন দেশের যেকোন নম্বরে আপনি কথা বলতে পারবেন।
 ৭.আলাপ নাম্বার থেকে আলাপ নাম্বারে ফ্রি কথা বলতে পারবেন।

 আলাপ অ্যাপের অসুবিধা সমূহঃ

১.আপনার মোবাইলটি অবশ্যই ইন্টারনেট এর সাথে যুক্ত থাকতে হবে। 

আলাপ অ্যাপে কিভাবে টাকা রিচার্জ করবেনঃ

আপনি 2 উপায় আলাপ অ্যাপস এ টাকা রিচার্জ করতে পারেন। একটি হলো নগদ অন্যটি বিকাশ। আপনি আলাপ অ্যাপের এর রিচার্জ অপশনে গেলে বিকাশ এবং নগদ মাধ্যমটি দেখতে পারবেন। যে মাধ্যমে টাকা রিচার্জ করতে চান সেই মাধ্যমে উপর ক্লিক করুন। আপনি কত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ দিন, তারপর আপনার বিকাশ অথবা নগদ একাউন্টের নম্বর দিন, এরপরে পাসওয়ার্ড দেন এবং সাবমিট করুন। আপনার টাকাটা রিচার্জ হয়েছে। এভাবে খুব সহজে আপনি আলাপ অ্যাপে রিচার্জ করতে পারেন।

 সম্পন্ন পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।